
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ১৫:১৮

মুসলমানের মূল্যবান ও একমাত্র সম্বল ঈমান। দুনিয়া ও পরকালের সব কিছুর সঙ্গেই মানুষের ঈমান জড়িত। ঈমানবিহীন যে কোনো কাজই আল্লাহর কাছে মূল্যহীন। তাইতো মানুষ জীবনের অন্তিম মুহূর্তে ঈমান নিয়ে হলেও মৃত্যুবরণ করতে চায়। কেননা ঈমানি মৃত্যুতেই রয়েছে চিরকালীন মুক্তি। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা একজন মুমিন মুসলমানের জন্য প্রশান্তি ও সৌভাগ্যের বিষয়। এর অন্যতম উপায় হলো কুরআন-সুন্নাহভিত্তিক জীবন পরিচালনা করা। বিশেষ করে-
> কুরআন-সুন্নাহর দিক-নির্দেশনা মেনে চলা
> আমলে সালেহ তথা নেক আমলে করা

> মেসওয়াক করা
> নির্জনে আল্লাহর কাছে ধরনা দেয়া

ইনিউজ৭১/জিয়া