
প্রকাশ: ৮ অক্টোবর ২০১৯, ১৪:৫৪

ঈমানের সঙ্গে জীবন-যাপন অনেক কঠিন কাজ। আর ঈমানের সঙ্গে অল্প বা ছোট আমলই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হবে বলেছেন স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলেছেন-
‘তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নামাজাতের জন্য যথেষ্ট হবে।’
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণায় এমন একটি ছোট আমল রয়েছে। যে আমলটি করলে আল্লাহ তাআলা আমলকারীর জন্য জান্নাতের ৮টি দরজাই সব সময় খোলা রাখবেন। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করছেন-

‘(মুসলিম বা মুমিন) বান্দা ওজু করার সময়, যখন সে মুখমণ্ডল ধোয় তখন পানির সঙ্গে সে সব গোনাহ বের হয়ে যায়, যা সে দু’চোখ দ্বারা করেছিল। (আবার) যখন সে দুই হাত ধোয় তখন হাত দ্বারা সংঘটিত গোনাহ ওজুর পানির সঙ্গে বের হয়ে যায়।, যখন সে দুই পা ধোয়, তখন পা দ্বারা সংঘটিত গোনাহ পানির সঙ্গে বের হয়ে যায়। এভাবে সে (ওজুকারী) গোনাহমুক্ত জীবন লাভ করে।’ (মুসলিম)
শুধু তা-ই নয়, কেয়ামতের ময়দানে অগণিত-অসংখ্য মানুষের মধ্য থেকে মুমিন-মুসলমানকে বের করবে আনবেন এ ওজুর ইবাদতকারীদেরকেই। যারা দুনিয়াতে ওজুর আমল ও ইবাদত জারি রাখবে, কেয়ামতের দিন সেসব বান্দার ওজুর স্থান- মুখ, হাত, মাথা ও পা ইত্যাদি নূরের আলোকে জ্বলবে। যা দেখে মুমিনদের চিহ্নিত করা হবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক আমল-ইবাদতসহ সব সময় ওজু অবস্থায় থাকার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ওজুর ফজিলত ও বরকত লাভ করার তাওফিক দান করুন। আমিন।
ইনিউজ৭১/জিয়া