
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১

মহান আল্লাহ কর্তৃক প্রেরিত গ্রন্থ পবিত্র আল-কোরআন। মানব কল্যাণের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে এই গ্রন্থে। মানুষ অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছে এই গ্রন্থ পাঠ করে। শুধু তাই নয়, প্রতিদিন পবিত্র কোরআন পাঠ করলে দুনিয়া ও আখেরাতে অনেক কল্যাণ লাভ করা সম্ভব হয়।
প্রতিদিন কোরআন তেলাওয়াতকারীর জন্য যে সুসংবাদ রয়েছে, তাহলো-
পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতে জীবন চলার পথ সহজ করে: একটি জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন তার সবটাই রয়েছে কোরআনে। তাই কোরআন পাঠ ও আমল করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালিত করা যায় সে সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। আর এই জ্ঞান জীবন চলার পথটিকে সহজ করে দেয়। এ বিষয়ে আল্লাহ ইরশাদ করেছেন : ‘আমি তোমার নিকট কিতাবটি নাজিল করেছি। এটি এমন যে তা সবকিছুর সুস্পষ্ট বর্ণনা, আর এটা হেদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ’। সূরা আননাহল : ৮৯

হাফিজ মাছুম আহমদ প্রিন্সিপালঃ- শাহজালাল রহ, ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা উপশহর সিলেট।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব