মহান আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি ও প্রশংসা ঘোষণাই হলো তাকবিরে তাশরিক। আরবি (হিজরি) বছরের শেষ মাস জিলহজের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।
প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী সবার জন্য একাকি কিংবা জামাআতে নামাজ ফরজ নামাজ আদায় করার পর একবার তাকবিরে তাশরিক আদায় করা আবশ্যক করেছে ইসলাম। তাই উল্লেখিত ব্যক্তিরা প্রত্যেক ফরজ নামাজের পর ওয়াজিব ভিত্তিতে একবার তাকবিরে তাশরিক পড়বেন।
অর্থ : ‘আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান।’
১৪৪০ হিজরির জিলহজ মাস হিসেবে এ বছর (২০১৯) আগামী ১১ আগস্ট রোববার ফজরের নামাজ থেকে তাকবিরে তাশরিক পড়তে হবে। ১৫ আগস্ট বৃহস্পতিবার আসরের নামাজের পর পড়ার মাধ্যমে তা শেষ হবে।
প্রত্যেক ওয়াক্তে তাকবিরে তাশরিক একবার পড়া ওয়াজিব আর ৩ বার পড়া মোস্তাহাব। এ ৫ দিনে মোট ২৩ ওয়াক্ত নামাজে তাকবিরে তাশরিক পড়তে হয়। এ হুকুম প্রত্যেক আরবি বছরের উল্লেখিথ ৫ দিনের জন্যই প্রযোজ্য।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পাঠ করে আল্লাহ তাআলার ভালোবাসার ভাগিদার হওয়ার তাওফিক দান করুন। আমিন।