
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১৫:৪৯

কাবা শরিফ তাওয়াফ করা হজ ও ওমরার অন্যতম রোকন। হজ ও ওমরার তাওয়াফ ছাড়াও সারা বছর কাবা শরিফ তাওয়াফ করা অনেক বড় সাওয়াবের কাজ। আল্লাহ তাআলা শুধু তাওয়াফকারীদের জন্য প্রতিদিন ৬০টি রহমত বর্ষণ করেন। হাদিস পাকে এসেছে- ‘আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহ শরিফের ওপর ১২০টি রহমত নাজিল করেন। এ ১২০টি রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদের জন্যই ৬০টি রহমত নির্ধারিত।’
তাওয়াফের ধারাবাহিক নিয়ম
>> হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা। এখানে এসে অনেকে এভাবে তাওয়াফের নিয়ত করেন-
>> মুলতাজেমে দোয়া
>> মাকামে ইবরাহিমে দোয়া
>> মিজাবে রহমতে পাঠ করার দোয়া
>> রোকনে শামি অতিক্রম করার সময় পড়ার দোয়া
>>অতঃপর রোকনে ইয়ামেনিতে পৌছেই এ দোয়া পড়া-

তাওয়াফে আরও করণীয়
ইজতিবা
রমল
রমল করার রহস্য
নফল তাওয়াফ
তাওয়াফকারীদের জন্য ইসতেলাম
মনে রাখতে হবে
নারীদের ক্ষেত্রে ইজতিবা, রমল ও ইসতেলাম
ইনিউজ ৭১/এম.আর