
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ৪:১০

১৯ জুলাই ২০১৯ করাচী বায়তুল মোকাররম মসজিদে জুমার পূর্বে বয়ান করেন শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। বয়ানে তিনি হজ্ব ফরজ হওয়ার পর প্রথম বছরেই তা আদায় করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, অনেকে হজ্ব ফরজ হওয়ার পর বিভিন্ন টাল বাহানা করে দেরি করে থাকে। মেয়ের বিয়ে দিয়ে যাব। বাড়ি করে যাব এভাবে বিভিন্ন অজুহাত দাঁড় করায়। কিন্তু মেয়ের বিয়ের আগ পর্যন্ত আপনি জীবিত থাকবেন, বাড়ি করার আগ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এর নিশ্চয়তা আপনাকে কে দেবে? অনেকে মনে করে হজ্ব তো বয়স্ক লোকদের কাজ। অনেকে অপেক্ষায় থাকে, বয়স পড়ে এলে হজ্বে যাবে। তারপর ভালো হয়ে চলবে। এই চিন্তা একবারে ভুল। মৃত্যু থেকে মানুষ কিভাবে নিশ্চিন্ত হতে পারে? আসল কথা, হজ্ব জওয়ান লোকদের ইবাদত। হজ্বের প্রতিটি কাজ অনেক কষ্টের কাজ। যদি বয়স পড়ে যায়, তাহলে হজ্বের কাজগুলো সুন্দরভাবে করা যায় না।
তাছাড়া যে সকল মুসলিম বিত্তশালী এমন দেশে বসবাস করেন যেখানে মানুষ অর্থের অভাবে কষ্ট করে। ঠিকমত খেতে পায় না। চিকিৎসা পায় না। লক্ষ লক্ষ লোক বেকার পড়ে থাকে। সে সকল দেশের বিত্তশালীদের জন্যে প্রতি বছর নফল হজ্বের চেয়ে বেশী সওয়াবের কাজ মানুষকে সহযোগিতা করা। গৃহহীনদের ঘরের ব্যবস্থা করা। ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করা। বেকারদের কাজের ব্যবস্থা করা। গরীবদের উপকার হয় এমন কাজ করা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব