
প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ১৬:২২

হজ ও ওমরা পালনে কাবা শরিফ যাচ্ছেন মুসলিম উম্মাহ। ইহরাম বাধার পর দ্বিতীয় কাজই হচ্ছে কাবা শরিফ তাওয়াফ করা। সে কারণে প্রত্যেক হজ ও ওমরাহ পালনকারীকে মসজিদে হারামের ভেতরে কাবা শরিফে যেতে হয়। এ পবিত্র স্থানে যেতে রয়েছে কিছু নিয়ম ও দোয়া। কাবা শরিফে প্রবশের নিয়ম ও দোয়াগুলো হাজিদের জন্য জেনে নেয়া জরুরি। আর তাহলো-

ইনিউজ ৭১/এম.আর