
প্রকাশ: ১২ জুন ২০১৯, ১৭:৩৩

নামাজে হলো আল্লাহর সঙ্গে বান্দার সেতুবন্ধনের অন্যতম মাধ্যম। আর দুনিয়া ও আখেরাতে সফল জীবন লাভের অন্যতম রোকন হলো ধীরস্থির রুকু ও সেজদা। তাই রুকু এবং সেজদায় ধীরস্থিরতা অবলম্বন করা অনেক জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ যদি নামাজে তার রুকু, সেজদা চুরি করে অর্থাৎ রুক ও সেজদা যথাযথ আদায় না করে সে আমার উম্মত হয়ে মরতে পারবে না।’ তাহলে রুকু, সেজদায় মুমিন বান্দাকে কী করতে হবে? কী করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে? হাদিসে পাকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা রয়েছে। সেজদার আগে বান্দা আল্লাহর সামনে রুকু করেন। বান্দা প্রথমেই রুকুর মাধ্যমে আল্লাহর কাছে মস্তক অবনত করেন। রুকু-সেজদায় ধীরস্থির হলে এক সময় বান্দার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গগুলো আল্লাহর দিকে ঝুঁকে যায়।


ইনিউজ ৭১/এম.আর