বিখ্যাত খ্রিস্টান ধর্ম প্রচারক অধ্যাপক সুই ওয়াটসন ইসলাম গ্রহণ করেছেন। অধ্যাপক ফাতেমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম গ্রহণ করলেও নিজ দেশের বাইরে তিনি খ্রিস্টান ধর্ম প্রচারে কাজ করতেন। ধর্মতত্ত্বের ওপর রয়েছে তার সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা।
কট্টর খ্রিস্টান মৌলবাদী ধর্ম প্রচারক হওয়া সত্ত্বেও ধর্ম তত্ত্বের উচ্চ শিক্ষাই তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। ইসলাম গ্রহণের আগে তিনি ফিলিপাইনে দীর্ঘ ৭ বছর খ্রিস্টান ধর্ম প্রচারে অতিবাহিত করেন।
বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দায় আল-হামরা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক। তিনি প্রতিনিয়ত ইসলাম শিখছেন এবং ইসলাম সম্পর্কে গবেষণায় নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন। খাদিজা ওয়াটসন নাম ধারণ করে তিনি ফিরেছেন ইসলামের আলোকিত জীবনে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।