স্বামীর নাম ধরে ডাকা প্রসঙ্গে ইসলাম কি বলে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই জানুয়ারী ২০১৯ ০৭:০১ অপরাহ্ন
স্বামীর নাম ধরে ডাকা প্রসঙ্গে ইসলাম কি বলে?

মাহমুদুল হাসান শাহেদী: অনেক স্বামী- স্ত্রী নিজেদের মাঝে অনেক ফ্রি। তাই একে অপরকে নাম ধরে ডাকাডাকি করে থাকে। ইসলামের দৃষ্টিতে এটি মাকরুহ এবং অসৌজন্যতা। কেননা স্বামী-স্ত্রীর সম্পর্কে ভালবাসা এবং শ্রদ্ধাবোধ উভয়টিই  থাকতে হবে। এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন "যদি কোনো মানুষকে হুকুম দিতাম অন্য কোনো মানুষকে সিজদা করার, তাহলে স্ত্রীকে হুকুম দিতাম তার স্বামীকে সিজদা করার। (তিরমিযী) এ হাদিস দ্বারা এটাই বুঝা যায় যে আল্লাহ ও রাসুল স.এর পর স্ত্রীর কাছে সবচেয়ে বেশী শ্রদ্ধার পাত্র হলো তার স্বামী। 

অতএব স্বামী -স্ত্রীর মধ্যে শুধু মহব্বত ভালবাসার সম্পর্ক নয়। স্ত্রী স্বামীর আদব সম্মানও রক্ষা করে চলতে হবে। এজন্যই স্ত্রীর প্রতি  হুকুম হলো সে তার স্বামীর নাম ধরে ডাকতে পারবে না। এটা স্বামীর জন্য অসম্মান জনক বিষয়। তবে প্রয়োজনে স্বামীর নাম বলতে কোনো অসুবিধা নেই। পারিবারিক শৃঙ্খলা রক্ষা করতে হলে এ বিষয়টি অবশ্যই সকলের বিবেচনায় নিতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব