পর্যটন নগরি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে বসন্ত বরণ-২০২৫ এর আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মাঠে মেলা স্টল পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনব্যপী উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো: ইসলাম উদ্দিন।অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরজমেনি দেখা যায় যেনো মাঠে ফুলের মেলা বসেছে। বিভিন্ন জাতের ফুল প্রদর্শনীসহ মাঠের চারদিক এমন নান্দনিকভাবে সাজানো হয়েছে যে প্রতিটি কর্নার ফুল দিয়ে সাজানো। যে কাউকেই মুগ্ধ করবে।শ্রীমঙ্গল তারুণ্যের মেলার মাঠে রয়েছে বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশনের পিঠার স্টল। উদ্যোক্তা মিতালী দাশ বলেন, সবাই আসবেন হাসতে, খেতে, সাজতে, সাজাতে।
মেলায় ফুলের পসরা নিয়ে এসেছেন নার্সারী ব্যবসায়ী আল আমিন বলেন, ফুল নিয়ে এমন মেলা দেখিনি। তার চাচা দুলাল মিয়াও বলেন, ফুল নিয়ে আসতে পেরে আমাদের আনন্দ হচ্ছে।এছাড়া রয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি সংবলিত ফেস্টুন, শহীদ মুগ্ধ ও আবু সাঈদের ক্যালিগ্রাফিতি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল।দিনব্যাপী আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আবৃত্তিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বলেন, উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো এমন আয়োজনে সকলে একমঞ্চে যুক্ত হচ্ছেন এটা উৎসাহের।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন জানান, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব, তারুণ্যের মেলায় বিশেষভাবে তরুণদের আমরা আহব্বান করছি এই বসন্ত বরণে। অনুষ্ঠানটি আগামীকাল শুরু না করে সঙ্গত কারণেই আমরা আজ থেকে শুরু করেছি। দিনব্যাপী অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আজ শুরু হলেও কালও দর্শনার্থীদের জন্য চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।