খাগড়াছড়ির দীঘিনালায় পেলুডার দিয়ে পাহাড় কাটায় লাল চন্দ্র চাকমা (৮০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযুক্ত লাল চন্দ্র চাকমা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের চাপ্পাপাড়া এলাকার বাসিন্দা।
শনিবার (০১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ০৬ টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবিষয়ে জরিমানা আদায় করা হয়েছে।’
ইউএনও আরো বলেন, ‘অনুমোদনহীন ভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।