প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১৬:০
পবিত্র নগরী মক্কায় আল্লাহর ঘর কাবা শরিফ অবস্থিত। এ ঘরের মর্যাদা ও আদব রক্ষার্তে এ পবিত্র নগরীর চলাফেরায় সাবধানতা অবলম্বন করা জরুরি। মক্কায় গিয়ে প্রত্যেক হাজির প্রথম কাজ হলো ওমরা আদায় করা। তবে ওমরার আগে কিছু আদব ও নিয়ম মেনে তা পালন করা। আ তাহলো-
>> মক্কায় পৌঁছে নির্ধারিত স্থান বাড়ি বা হোটেল কিংবা সুবিধাজনক যে কোনো স্থানে একটু বিশ্রাম করা। যাতে সফরের ক্লান্তি দূর হয়ে যায়। শক্তি অর্জিত হয়। যাতে ধীরস্থিরভাবে পরিপূর্ণ উদ্দমে ওমরা পালন করা যায়। ইহরাম অবস্থায় বিশ্রাম নেয়ায় কোনো ক্ষতি নেই।
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلٰى رَسُوْلِ اللهِ – اَللَّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
মনে রাখতে হবে
ইনিউজ ৭১/এম.আর