ঘোড়াঘাটে পুকুর খননের নামে মাটি বিক্রি, ৩টি ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ০৬:২৩ অপরাহ্ন
ঘোড়াঘাটে পুকুর খননের নামে মাটি বিক্রি, ৩টি ট্রাক জব্দ

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি খনন, পরিবহন এবং বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার লালমাটি শ্যামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লালমাটি শ্যামপুর গ্রামের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর সংস্কারের নামে ২০-২৫ ফুট গভীর পর্যন্ত মাটি খনন করে তা ট্রাকে পরিবহন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) অভিযান পরিচালনা করলে মাটি বহনকারী ট্রাক ও খননযন্ত্র স্কেভেটর রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।


অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত তিনটি ড্রাম ট্রাক জব্দ করে। অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও, অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, কোনো ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়া পুকুর সংস্কার বা মাটি খনন করতে পারবেন না। কিন্তু স্থানীয় একটি মহল দিনরাত মাটি পরিবহন ও বিক্রি করে আইন লঙ্ঘন করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”


স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অপরাধ প্রতিরোধে আরও কঠোর নজরদারি দাবি করেছে।