মাদারীপুরে দুই হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আরিফুর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০৩:২১ অপরাহ্ন
মাদারীপুরে দুই হত্যা মামলায় শাজাহান খান ও গোলাপ কারাগারে

মাদারীপুরের দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের জামিনের আবেদন করা হলে, বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন। 


এদিন, ব্যাপক পুলিশী পাহারায় মাদারীপুর কারাগার থেকে সাবেক এই দুই এমপিকে আদালতে হাজির করা হয়। জামিনের শুনানী শেষে, বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগের এই দুই কেন্দ্রীয় নেতাকে আদালতে হাজির করতে নেওয়া হয়েছিল তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা। 


শাজাহান খান ও গোলাপ মাদারীপুরে সংঘটিত দুটি হত্যাকাণ্ডে আসামী। তাদের বিরুদ্ধে অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনের সময় মাদারীপুরে নিহত তাওহীদ সন্নামত ও দীপ্ত দে হত্যায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ দুটি হত্যাকাণ্ডের বিষয়ে মাদারীপুরে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে শাজাহান খান ও গোলাপের নাম উঠে আসে।  


গত বৃহস্পতিবার, ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় শাজাহান খান ও গোলাপকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে তদন্ত চলছে। আইনজীবী এডভোকেট বাবুল আক্তার বলেন, "আমরা আসামীদের জামিনের আবেদন করেছিলাম, তবে আদালত তা মঞ্জুর করেনি।"  


উল্লেখ্য, শাজাহান খান মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এবং ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তাদের কারাবাসে স্থানীয় রাজনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উত্তেজনা দেখা দিয়েছে। 


এ বিষয়ে মাদারীপুরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।