প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৮:২৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।আখেরি মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।
আখেরি মোনাজাতের শুরুতে ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় নেমে আসে শুনশান নিরবতা। আমিন আমিন, আল্লাহুম্মা আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারী দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
আখেরি মোনাজাতের আগে এদিন (২২ জানুয়ারি) বাদ ফজর বয়ান করেন মাওলানা মোরসালিন। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফুল। এরপর সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।