আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর নিকটে জিবরাঈল (আ.) এসে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থ? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাঈল (আ.) এই দোয়া পাঠ করলেন। (তিরমিজি, হাদিস : ৯৭২)
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আরক্বি-কা মিং কুল্লি শায়ইন ইউজি-কা মিং শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হাসিদিন বিসমিল্লাহি আরক্বি-কা ওয়াল্লাহু ইয়াশফি-কা।’
অর্থ : ‘আমি আপনাকে আল্লাহ তাআলার নামে ঝাড়ছি এমন সকল কিছু থেকে যা আপনাকে কষ্ট দেয় এবং সকল প্রকার অনিষ্টকর প্রাণী ও সকল হিংসুটে দৃষ্টি থেকে। আল্লাহ তাআলার নামে আমি আপনাকে ঝাড়ছি, আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন।’
তথ্য সূত্র: অনলাইন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।