উৎসবমুখর পরিবেশে স্পেন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ১১:৫২ পূর্বাহ্ন
উৎসবমুখর পরিবেশে স্পেন আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ

উৎসবমূখর পরিবেশে স্পেন আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক রিজবি আলম নির্বাচিত হয়েছেন। স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম বিশেষ অতিথি সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান সর্দার, ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সহ-সভাপতি আল আমিন শেখ, স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাকিল খান পান্না, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সাত্তার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দুলাল সাফা,বদরুল ইসলাম মাস্টার, আব্দুর রহমান, অস্ট্রিয়া আওয়ামীলীগ নেতা, গাজী মোহাম্মেদ মিয়া, আহবায়ক সদস্য জাকির হোসেন, একরামুজ্জামান কিরন, এফ এম ফারুক পাভেল, দবির তালুকদার, আজম কাল, তানিম,আক্তার হুসাইন, শে বার্সেলোনা থেকে খালেদ রহমান, তামিন চৌধুরী, সায়েম সরকার, খাদিজা আক্তার মনিকা, বাবলা চৌধুরী, জাহিদুর রহমান দিদার,বুলবুল আহাম্মেদ,হারুন অর রশিদ,জালাল হোসাইন প্রমূখ।সম্মেলন টি সুন্দর ও সার্থক ভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ইনিউজ ৭১/এম.আর