পলাশ শীল, মাস্কাট(ওমান): পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাব। শুক্রবার সন্ধ্যায় মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী মিলনায়তনে মাহফিল উপলক্ষে চলে নানা আয়োজন। হাফেজ মবিনুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে আশুরার তাৎপর্য ও ইতিহাস নিয়ে আলোচনা করেন মোহাম্মদ আবদুল মালেক ও ক্লাবের ট্রেজারার মাওলানা আবদুস সালাম আল কাদেরী। তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ১০ মহররম কারবালা প্রান্তরে হযরত হোসাইন (রা.) অকাতরে জীবন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন' অন্যায়, অবিচার,জুলুম, শোষণের কাছে মাথা নত নয়; প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনে সত্য প্রতিষ্ঠায় জীবন বিলিয়ে দিতে হবে'।
সোস্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এন আমিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের সহ সভাপতি রেজাউল করিম, আজিমুল হক বাবুল, বাংলাদেশ স্কুল মাস্কাট'র সাবেক বোর্ড চেয়ারম্যান ইফতেখার উল হাসান চৌধুরী, বাংলাদেশ স্কুল মাস্কাট এর বোর্ড চেয়ারম্যান ডা. সাজ্জাদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া বাংলাদেশ স্কুল মাস্কাট এর বোর্ড মেম্বারবৃন্দ, ক্লাবের আজীবন সদস্য বৃন্দ, কার্যকরী পরিষদের সদসবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী দেশ ও প্রবাসীদের সুখ সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।