
প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ১৯:১৬
গতকাল ১৮ ই আগষ্ট সন্ধ্যায় নরওয়ের অসলোর এক স্থানীয় হলরুমে, ১৫ ই আগষ্ট ১৯৭৫ সালের এই দিনে,বাংলার অবিসংবাদীত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,শতাব্দীর মহানায়ক, বাঙালির জাতির পিতা, বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান, বঙোমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সহ সকল সাহাদাত বরনকারিদের ৪৪ তম সাহাদাত বার্ষিকীতে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। নরওয়ে আওয়ামী লীগ এর বিপ্লবী সভাপতি- জনাব সৈয়দ ইফতেখার গনি (টিটু)র সভাপতিত্যে
আলোচনায় বক্তারা জাতির জনকের একনিষ্ট দেশপ্রেম, নাগরিকদের প্রতি ভালোবাসা, দায়বধ্যতাই আমাদের চলার একমাত্র অনুপ্রেরনা যোগায়। জাতির পিতার হত্যার বিচার কার্য সমপন্ন করায় যোগ্য পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আবারো কৃতগ্যতা জানায়। বাকিদের যত দুরুত সম্ভব দেশে এনে তাদের শাস্থি কার্যকর করার অনুরোধ জানায় এই সরকারের প্রতি। সাহাদাত বরনকারিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষে তারই কন্যা, বাংলার মানুষের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনার নেওয়া ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে নেত্রী তথা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার লক্ষে কাজ করার প্রত্যেয় ব্যাকত করা হয়।
