প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ২২:৩৮
অসুস্থতার জন্য জামিন নিলেও চার মাসেও চিকিৎসা হয়নি বেগম জিয়ার। এ অবস্থায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে গুঞ্জন উঠেছে। দ্রুতই এ সংক্রান্ত আবেদন করা হবে বলে জানিয়েছে দলের একটি সূত্র। যদিও বেগম জিয়ার পরিবার এ নিয়ে কোন কথা বলতে রাজি হননি।বিএনপি বলছে, করোনা পরিস্থিতির কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি।
দুদক আইনজীবী বলছেন, মেয়াদ বাড়ানো হলে ভুল করবে সরকার।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হওয়ার বাকি আর দুই মাস। মেয়াদ শেষ হলে কী হবে তা নিয়েই চলছে যত জল্পনা কল্পনা। দল ও পরিবার কি ভাবছে এ বিষয়ে সেটি নিয়েও তৈরি হয়েছে ধুম্রজাল।