কারচুপি দেখলে রুখে দাঁড়াবেন: রব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০১:৪৯ অপরাহ্ন
কারচুপি দেখলে রুখে দাঁড়াবেন: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, আপনারা ভোট দিতে ভোট কেন্দ্রে আসবেন। বিকাল ৪টায় ভোট গণনা শেষে বাড়ি যাবেন। কোনো কারচুপি দেখলে রুখে দাঁড়াবেন। বুধবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আশকোনার হাজী ক্যাম্প এলাকায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, আপনারা যদি আগামী ১ তারিখে সঠিকভাবে ভোট দিতে পারেন, তাতে আমরা ১ ফেব্রুয়ারি তাবিথকে জিতিয়ে এখান থেকে যাব। আপনারা যদি সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ চান, তাবিথ আউয়ালকে ভোট দিলে মেট্রোপলিটন সরকার হবে এবং সরকারের পুলিশ হবে। নির্যাতনকারী পুলিশ হবে না। দোকানদার, ব্যবসায়ী, রিকশাচালক সর্বস্তরের পেশাজীবী ভাইয়েরা আপনারা ধানের শীষে আগামী ১ তারিখে ভোট দিতে কেন্দ্রে যাবেন।

৪টার পর ভোট গণনা শেষে তারপর বাড়ি যাবেন। ভোটের রেজাল্ট না নিয়ে বাড়িতে যাবেন না। আপনাদের ভোট রক্ষার দায়িত্ব আপনাদের। কারো কথা শুনবেন না। ভোট দিতে যাবেন। প্রিজাইডিং অফিসার যদি কারচুপিতে সহায়তা করে আপনারা সেটা রুখে দেবেন। ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনার এ ভোট আপনার জন্মগত অধিকার। আপনার সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার। ঢাকা শহরের সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, ক্যাসিনো এগুলো যদি বন্ধ করতে চান তাহলে তাবিথ আউয়ালকে ভোট দিতে হবে। তাবিথ আউয়ালকে দিলে ভোট শান্তি পাবে ঢাকার লোক।

তাবিথের ওপর গতকালের হামলা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল তাবিথের ওপর হামলা হয়েছে। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, গুন্ডামি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধোকাবাজি, ভোট ডাকাতি করে তাবিথকে পরাজিত করতে পারবেন না।

ইনিউজ ৭১/এম.আর