
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৭:৩৩

২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের যে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, সেই ঠিকানাকেই মৃত্যুর আগ পর্যন্ত নিজের ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক জীবনের শেষ প্রান্তেও সেই বাড়ির স্মৃতি ও ঠিকানা তিনি বহন করে গেছেন নথিপত্রে ও আত্মপরিচয়ে।
