
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১:৪

আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের (জাপার বর্তমান চেয়ারম্যান) লোভ আছে বলে মন্তব্য করেছেন প্রয়াত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর বারিধারার বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে ‘আপনি বলেছেন আপনাকে বন্দি করে রাখা হয়েছে। ঠিক কী কারণে আপনাকে বন্দি করে রাখা হয়েছে বলে মনে করছেন?’ এমন প্রশ্নের উত্তরে এরিক বলেন, আসলে আমার সম্পত্তির ওপর চাচা জিএম কাদেরের লোভ আছে। তাই এমনটি করে রাখা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব