
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ২১:৩১

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, পেঁয়াজ সংকট নিয়েও দেশের প্রধানমন্ত্রী বলতে পারেন, তার বাড়িতে পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। এটা কোনো প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না।
রোববার দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজার জিয়ারত করেন কাদের সিদ্দিকী। এসময় পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন তিনি। কাদের সিদ্দিকী বলেন, পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে আওয়ামী লীগের কিছু মানুষ কয়েক হাজার কোটি টাকা করে নিলো। এটাকে সুশাসন বলে না। এটা দুঃশাসন।
তিনি বলেন, আগে দোজখে যাবে কু-আলেম এরপর যাবে কু-শাসক। ভাসানীর মাজার জিয়ারতে কাদের সিদ্দিকীর সাথে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব