দেশের উচ্চশিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেইঃ এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ১১:৫৪ পূর্বাহ্ন
  দেশের উচ্চশিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেইঃ এমপি হারুন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  জাতীয় সংসদের অধিবেশনে ছাত্রলীগের কড়া সমালোচনা করেন সংসদ সদস্য ও বিএনপির যুগ্ন মহাসচিব হারুন অর রশিদ। তিনি জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে  দাঁড়িয়ে প্রশ্ন রাখেন  শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হত্যার অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে? হারুন অর রশিদ এমপি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার দায় ছাত্রলীগ কোনোভাবেই এড়াতে পারে না। 

আবরার হত্যার অভিযোগত্র দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'আবরার ফাহাদ হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র হয়েছে। একজন মেধাবী ছাত্র নিহত হলেন। পাশাপাশি ২৫ জন মেধাবী ছাত্রের জীবন বিপদ ঘটে গেল। এই ঘটনার দায় কি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন এড়াতে পারবে? ছাত্রলীগের সমালোচনা করে তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হত্যার এ অধিকার তাদের কে দিয়েছে। দেশের উচ্চশিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। এর থেকে কীভাবে ফিরতে পারি, এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।

ইনিউজ ৭১/এম.আর