
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯, ০:৫৯

জাতীয় পার্টিতে ক্যাসিনো কেলেঙ্কারি নেই এবং জাতীয় পার্টি কারও লেজুড়বৃত্তিও করছে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি আরও বলেন, ঐক্য এবং নেতৃত্বের প্রতি আস্থা থাকলেই দল এগিয়ে যাবে। দলে কোনো দ্বন্দ্ব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি জানান, পার্টি গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে। পল্লীবন্ধুর আদর্শ’ই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবে। দলের আরেক নেতা মশিউর রহমান রাঙ্গা বলেন, এই সরকারকে দুর্নীতি জুলুম করার জন্য ক্ষমতায় আনা হয়নি। আর যারা দুর্নীতিবাজ আছেন তাদেরও জেলে যেতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব