স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনের জন্য সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাচ্চুকে করা হয়েছে সদস্য সচিব। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান। ক্যাসিনোকাণ্ডে যুবলীগের চেয়ারম্যানের পদ থেকে ওমর ফারুক চৌধুরীর অব্যাহতির পর গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়।
ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগ যে কয়জনের নামে রয়েছে, তার একজন ঢাকা ওয়ান্ডারার্সের সভাপতি মোল্লা কাওছার। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগঠনটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকেও সাংগঠনিক সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
প্রসঙ্গত ক্যাসিনোকাণ্ডে খড়গ নেমে আসার পর যুবলীগের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগসহ আরও তিনটি সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ একসঙ্গে ঘোষণা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।