
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯, ১:৪০

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শোক সমাবেশ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি না দেওয়ায় সমাবেশ স্থগিত হয় বলে সোমবার জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা আলোচনা করে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমাবেশের অনুমতি না দিয়ে গণবিচ্ছিন্ন সরকার লজ্জাকর কাজ করেছে। সরকার মত প্রকাশের অধিকার খর্ব করেছে। সরকার অনুমতি না দেওয়ায় কারণে মঙ্গলবারের শোক সমাবেশ স্থগিত করা হয়েছে’।
সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে সোহরাওয়ার্দীর সমাবেশ স্থগিতের ঘোষণা দেন তারা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারার আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, গণস্বাস্থ্য ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, এডভোকেট সুব্রত চৌধুরী, মোশতাক আহমেদ, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব