
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩

সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বলেছেন, ‘সেই সময় আর বেশি দূরে নেই, যেদিন জনগণই এই সরকারের বিচার করবে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত নেতা আ স ম হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। এই স্মরণ সভার আয়োজন করে ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ। আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগের টোকাইদের পকেটে কত টাকা। আর এখন চোরেরা ধরা পড়েছে, তাই একেক দিন একেক জনের নাম বলে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব