মায়ের জানাজায় অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ব্যবসায়িক বন্ধু গিয়াস উদ্দিন আলম মামুন প্যারোলে মুক্তি পাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী আট ঘণ্টার জন্য তাকে প্যারোলে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন আল মামুনকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজপত্র আমরা হাতে পেয়েছি। তবে জেলা প্রশাসকের অফিস থেকেও এ বিষয়ে নির্দেশনা আসবে। সেটা এখনও হাতে পাইনি। মুক্তি দেওয়ার আগে সেগুলোও হাতে এসে পৌঁছে যাবে। তিনি বলেন, প্যারোলের শর্ত অনুযায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকতে হবে। এছাড়াও প্যারোলের অন্যান্য শর্ত তাকে পালন করতে হবে। সকাল ১০টায় তাকে মুক্তি দেওয়া হবে পরবর্তী আট ঘণ্টার জন্য। সময় শেষে তাকে আবার কারাগারে নিয়ে আসা হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ইউনাইটে হাসপাতালে গিয়াস উদ্দিন আল মামুনের মা হালিমা খাতুন (৯৩) মারা যান। এরপর মায়ের জানাজায় অংশ নিতে মামুনের প্যারোলে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার বড় ভাই জালাল উদ্দিন রুমি। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান তাদের স্বজনরা।
২০০৭ সালে ১/১১-এর পটপরিবর্তনের পর ৩১ জানুয়ারি গিয়াস উদ্দিন আল মামুন গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। মানি লন্ডারিংয়ের একটি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২০টির বেশি মামলা রয়েছে।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।