
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪২

নির্বাচিত হবার পর প্রথম দলীয় কর্মসূচিতেই দেরি করে এসেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। শনিবার সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করার কথা থাকলেও তারা সেখানে পৌঁছান পৌনে ১১টায়। ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকের পূর্বেই অনুষ্ঠান স্থলে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি ছাত্রদল নেতাদের আগমনের অপেক্ষায় থাকেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব