জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সংসদীয় দলের সভাপতির দায়িত্ব পালন করবেন রওশন এরশাদ। আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেন, এই সমস্যার সাথে যারা জড়িত তারা আমাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য। আমরা কাল বৈঠক করেছি এবং দলকে বড় একটা ভাঙ্গনের হাত থেকে রক্ষা করেছি।
দলের বিরোধ নিয়ে রাঙ্গা বলেন, আমি কোন পক্ষের না, জাতীয় পার্টির। তাই সমাধানের চেষ্টা করেছি। এখন থেকে আর এধরনের বড় সমস্যার সৃষ্টি হবে না। রাঙ্গা আরও বলেন, নেতা-কর্মীদের আরও সহনশীল হতে হবে। দল ভেঙ্গে গেলে দেশের মানুষ বিএনপির মতই জাতীয় পার্টিকে ভুলে যেত।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।