কূটনৈতিক কৌশলে সরকার চরমভাবে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন দ্বিতীয়বারের মত ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, ব্যর্থতা চারিদিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুই করতে পারেনি উল্টো রোহিঙ্গাদের আরো দুর্ভোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ, এতদিন ধরে তাদের কত বন্ধু তারা কিছু করতে পারেনি?তিনি আরও বলেন, আজকে এতোগুলো মানুষের চাপ এখানে সহ্য করতে হচ্ছে। অথচ এদের বিষয়ে কিছুই করতে পারছে না। একজন রোহিঙ্গাদেরও ফেরত পাঠাতে পারেনি। এই ব্যর্থতা চরম ব্যর্থতা। কূটনৈতিকভাবেও তারা ব্যর্থ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।