
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ২:১৮

রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে চূড়ান্ত মনোনয়ন কে পাবেন তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন দুই দলের নেতা-কর্মীরাসহ সাধারণ ভোটারা। এবার অনেক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় প্রার্থী নিয়ে নেতাকর্মীদের এই উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। জনগণ বলছেন, এবার আওয়ামী লীগ এ আসনটি জাপাকে ছেড়ে দিলে ভুল করবে। এ আসনে সংখ্যাগরিষ্ঠ ভোটার এখন উন্নয়ন পক্ষের। সে ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থী বাছাইয়ে ভুল করলে বড় ভুল হবে। প্রার্থী বাছাইয়ে সতর্ক হতে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব