
প্রকাশ: ৩ জুলাই ২০১৯, ৫:৬

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবরস্থান কোথায় হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষনেতারা। বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে শুরু হয় জাপার প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভা। চলে আড়াই ঘণ্টাব্যাপী। এতে সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভায় জাপার ৩৮ জন প্রেসিডিয়াম ও এমপিরা উপস্থিত ছিলেন। এ সময় এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা ও তার কবরস্থান কোথায় হবে তা নিয়ে হয় দীর্ঘ আলোচনা। সভার শুরুতেই জি এম কাদের এরশাদের কথা বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন। একপর্যায়ে কেঁদে ফেলেন। রুদ্ধদ্বার বৈঠকের পর উপস্থিত প্রেসিডেন্ট এর সূত্র জানায়, সভায় দেশের বাইরে থেকে ভালো চিকিৎসক আনা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে দুপুর একটায় এক প্রেসব্রিফিংয়ে জি এম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। সকালে আমি সিএমএইচে গিয়েছিলাম। তিনি আমার কণ্ঠ শুনে চোখ ও হাত নাড়িয়েছেন।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব