প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজ বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপির আমলে আমরা ডাংগুলি খেলাতেও জিততে পারতাম না। এখন বিশ্বকাপ খেলছি, সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছি। সবই হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য।’ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে রোল মডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। আইনের শাসন মানে সবার ন্যায় বিচার নিশ্চিত করা। শেখ হাসিনা তা পেরেছেন। দেশের মানুষ তাই ওনাদের (বিএনপি) আইনের শাসন চায়না। তারা বলে সরকার বললে তাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া পাবে। দেশের বিচার বিভাগ এখন স্বাধীন। আদালতের রায় তাদের মানতে হবে, আমাদের কিছু করার নাই।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর হত্যাকারীদের বিচার হবে না বলে আইন করা হয়েছিল। বঙ্গন্ধুর খুনিদের জিয়াউর রহমান ফরেন সার্ভিসে চাকরি দিয়েছেন। যারা মা-বোনকে হত্যা করেছে, ধর্ষন করেছে তাদের বিচার করে নাই।’
এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপির জোট সরকারের শাসনামলে গ্রেনেড হামলা হলো, আ.লীগকে শেষ করার চেষ্টা করা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশ গেল কেন? দেশে রাজনীতি করতে পারলোনা।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলে, ‘নুসরাত হত্যার মতোই বিচার হবে বরগুনায় রিফাত হত্যায় জড়িতদের। কাউকে ছাড়া দেয়া হবে না।’ অনুষ্ঠানে নিবন্ধনের মহা পরিদর্শক খান মো আব্দুল মন্নানের সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্তী কে এম খালিদ বাবু, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু ও জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।