
প্রকাশ: ১৯ মে ২০১৯, ৪:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদ বঞ্চিতদের উপর ছাত্রলীগের পদপ্রাপ্তদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রোববার( ১৯ মে) বিকেলে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তবে হামলার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ছাত্রলীগ সভাপতি। শনিবার (১৮ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ডেকে নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন পদবঞ্চিতরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব