
প্রকাশ: ১৪ মে ২০১৯, ১:৪১

কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক দুই নেতার মতামত নিয়েই কমিটি গঠন করতে। এ নিয়ে প্রথম দিকে একাধিকবার বৈঠকও হয়। কিন্তু সোমবার ঘোষিত কমিটিতে দেখা যায়, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত একজনও পদ পাননি। এমনকি সোহাগ-জাকির যে তালিকা দিয়েছিলেন তা তালিকা থেকে কাউকে রাখা হয়নি। এরআগে সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঙ্গে সমন্বয় করে কমিটি গঠনের নিদের্শ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব