
প্রকাশ: ১৪ মে ২০১৯, ২১:৩৮

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে এবং তিনি রোজা রাখছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খালেদা জিয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি রয়েছেন। রমজান মাসে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং তিনি রোজা রাখছেন কি না- সাংবাদিকরা এসব বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি রোজা রাখছেন, আমি যতটুকু জানি। ব্লাড প্রেসার, ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আগে ইনসুলিন নিতেন না, সে জন্য ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। এখন উনি (খালেদা জিয়া) ইনসুলিন নিচ্ছেন, এখন ওনার শরীর মোটামুটি ভালো আছে, আমরা যেটুকু খবর পেয়েছি। আমরা খবর পেয়েছি উনি আগের চেয়ে অনেক সুস্থ।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘পুলিশের যে তদন্ত ও ব্যবস্থা নেয়ার সেটা কিন্তু পুলিশ করছে। এই ধরনের ঘটনা যে কোনো দেশে একদম নেই তা আপনারা বলতে পারবেন না। সব দেশেই আছে, কম বেশি আছে। আমাদের দেশে একেবারে মহামারী আকার ধারণ করেছে আমরা মনে হয় এই উক্তিটি সঠিক নয়।’ রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানের মৃত্যু, আত্মহত্যা না হত্যা এটা নিয়ে ধোঁয়াশা আছে -এ বিষয়ে তিনি বলেন, ‘এটার তদন্ত চলছে। কোনো ধোঁয়াশা থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে।’ এর আগে নব নির্বাচিত বিজিএমইএ প্রেসিডেন্ট ও পরিচালকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে বিজিএমইএ নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা -জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদের আগে অনেকে বেতন দিতে পারে না। প্রতি বছরই সমস্যা হয়, বিজিএমইএ সমাধান করে, এগুলো নিয়ে তারা আগামী ১৯ তারিখে আমাদের সঙ্গে কথা বলবে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব