বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের কোনও প্রস্তুতি নেই। যেকোনও বড় দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’ আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি মিটিং না করেই বিদেশ চলে গেলেন। তিনি বলেন, ‘কোনও আন্তঃমন্ত্রণালয় সভা নেই। উপকূলীয় জেলা পর্যায়ে জরুরি সভা নেই। তিন বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, কোস্টগার্ড, আনসার— এদের নিয়ে কোনও সভা করা হয়নি। উদ্ধার কাজে কোনও প্রস্তুতিই গ্রহণ করা হয়নি।’
বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন। বিএনপি নেতা রিজভী বলেন, ‘উদ্ধারকর্মী, উদ্ধারযান, খাবার, পানি— এসবের কোনও প্রস্তুতিই দেখা যাচ্ছে না। বিএনপি ক্ষমতায় থাকতে সফলতার সঙ্গে সরকার পরিচালনা করেছে। কিন্তু বিপদ দেখলে পালিয়ে যায়নি।’ খালেদা জিয়ার সরকারের কথা উল্লেখ করে রিজভী বলেন, ‘তিনি প্রধানমন্ত্রীর শপথ নিয়ে দেশসেবা করেছেন। পুরো শাসন পিরিয়ডে জাতীয় দুর্যোগ-দুর্বিপাকে প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া তৎপর থাকতেন। মিটিংয়ের পর মিটিং, নির্দেশনা, এমনকি রাতভর সজাগ থেকে উদ্ধার কর্মে নিয়োজিত কর্মকর্তাদের মনিটরিং করতেন।’
রিজভী বলেন,‘অতি প্রবল ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’। এভাবে যদি উপকূলের দিকে ফণী ধেয়ে আসে তবে তার বিষাক্ত ফণায় অকল্পনীয় তাণ্ডবলীলা চালাবে, যা ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়কাণ্ডের চেয়ে ভয়াবহ হতে পারে। ওই সাইক্লোন চট্টগ্রাম বিভাগের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করে দিয়েছিল।’ রিজভী অভিযোগ করেন, ‘দেশ শাসনে কর্তৃত্ববাদী কর্তৃপক্ষ থাকলে জনকল্যাণমূলক কোনও কাজ হয় না। জনগণের প্রতি ভোটারবিহীন সরকারের কোনও দায়-দায়িত্ব থাকে না। দেশের মানুষ বাঁচলো কী মরলো তাতে স্বৈরাচারী সরকারের কোনও যায়-আসে না। দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে ফেলা হয়েছে। তাই দুর্যোগ-দুর্বিপাকে সরকারের অমনযোগিতার কারণে মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ ক্ষমতাসীনরা প্রাকৃতিক দুর্যোগে পতিত হওয়ার সম্ভাবনাকে প্রতিহত করতে আগাম কোনও প্রস্তুতি গ্রহণ করে না। লুট ও দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ বর্তমান সরকারের আমলে চারদিকে শুধু মৃত্যুরই ছবি। আগুনে পুড়ে, ভবন ধসে, সড়কে-মহাসড়কে বেপরোয়া যানবাহনের চাকায় প্রতিনিয়ত শুধু লাশেরই সারি।’ দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী আহমেদ বলেন, ‘বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের আগাম প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। তারা যেন সবাই উদ্ধারকর্মীর মতো প্রস্তুত থাকেন। ঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অসহায় মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। তারা নিজেদের নিরাপত্তাসহ অন্যদের নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকবেন বলে আমরা বিশ্বাস করি।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।