বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ফখরুলসহ বিএনপির মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে মির্জা ফখরুল ছাড়া বাকি ৫ জন শপথ নিয়েছেন।
নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে কোনো নির্বাচিত ব্যক্তি শপথ না নিলে বা স্পিকারকে অবহিত না করলে সদস্য পদ খারিজ হবে। মির্জা ফখরুলের সেই ৯০ দিন পার হয়েছে মঙ্গলবার। এ দিনের মধ্যে তিনি শপথ নেননি বা স্পিকারকে অবহিত করেননি। ফলে নিয়ম অনুযায়ী তার আসন শূন্য হয়েছে।
এদিকে মির্জা ফখরুল শপথ নেবেন এ স্পিকারের কাছে সময় চেয়েছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেছেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এখনও শপথ নেয়া থেকে বিরত আছেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।