
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ২১:১৪

বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার (১২ এপ্রিল) রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই দাবি করে তিনি। জুলিয়ান অ্যাসাঞ্জের দুইটি ছবি দিয়ে ড. মঈন খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ, তখন এবং ৭ বছর প্রায় বন্দী নিঃসঙ্গ জীবন যাপনের পরে। লক্ষ্য করুন, ৭ বছরের ব্যবধানে একি পরিবর্তন? মাত্র ৪৭ বৎসর বয়সে মনে হচ্ছে ৬৭ বৎসর বয়সের বৃদ্ধ !!!’


ইনিউজ ৭১/এম.আর