জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে, তবে আন্দোলনে নামারও প্রস্তুতি রাখবে দল।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “নিজ প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটির আমরা নিন্দা জানাচ্ছি। এটি নিয়ে রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে। আমরা আইনের পথে নির্বাচন কমিশনকে লড়াই করতে বলেছি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “কালো টাকার ব্যবহার বন্ধে নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নেবে বলে আমাদের প্রত্যাশা। লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে, সেটি ইসিকে দেখতে হবে।”
তিনি গণভোটের সঠিক প্রচারণার ওপরও গুরুত্বারোপ করেন। নাহিদ বলেন, “গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। প্রশ্নের বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রচারণা চালাতে হবে।”
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি তফসিল ঘোষণার সময় সব দলের প্রস্তুতির জন্য সুবিধাজনক হওয়া উচিত বলে মত দেন।
এর আগে, সিইসির সঙ্গে বৈঠক করে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় দলটি শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে।
এ বৈঠক ও হুঁশিয়ারি নির্বাচনী পরিবেশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর তৎপরতা আরও বাড়াবে বলে বিশ্লেষকরা মনে করছেন।