
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদল বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছেছে। এর আগে মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আজ সকালেই যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদল এবং সন্ধ্যায় চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ দল ঢাকায় এসে চিকিৎসায় যুক্ত হবেন।
