অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ছাড়া ‘জুলাই সনদ’-এর কোনো আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, যারা জুলাই সনদের আইনি বৈধতা দাবি করছেন, তারা সংসদের সাংবিধানিক প্রক্রিয়া উপেক্ষা করে ভিন্ন পথে এগোচ্ছেন।
তিনি বলেন, “এই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া এমন সনদ গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়।”
রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই দ্বন্দ্ব ও অবিশ্বাস কাজ করছে। তিনি বলেন, “সরকারের ভেতরেই ভূত রয়েছে—তারা প্রকৃত শত্রুপক্ষ চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
রিজভী আরও বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবাধ, নিরপেক্ষ নির্বাচন জরুরি। জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে কোনো সংস্কারই স্থায়ী হবে না।”