
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুগপৎ সংগ্রামে থাকা শরীক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি ৩০০ আসনের মধ্যে ৬৩টি আসনে শরীকদের জন্য কোনো প্রার্থী দেয়নি। এতে শরীক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। খালি থাকা এসব আসনে নিজেদের অবস্থান ও সম্ভাবনা যাচাই করে দেখছেন শরীক নেতারা।
