বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিএনপি কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নেই।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আওয়ামী লীগের কিছু কার্যক্রমকে নিষিদ্ধ করার কথা বলেছি, যেগুলো দেশে হিংসা সৃষ্টি করেছে, গণতন্ত্র ও অর্থনীতির ক্ষতি করেছে। কিন্তু আমরা কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চাইনি। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।”
এছাড়া তিনি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে বলেন, “আমরা পিআরের পক্ষে নই। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কিছু দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে সমর্থন না করে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করাই উত্তম। “আলোচনার মধ্যেই সব সমস্যা সমাধান সম্ভব। রাজপথে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়। তাই এ ধরনের কর্মসূচি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না।”
মির্জা ফখরুল বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে আমরা এখন পর্যন্ত কোনো ইস্যুতে রাজপথে যাইনি। সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। আমাদের বিশ্বাস আলোচনার মাধ্যমেই সব বিষয় সমাধান হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যৌক্তিক আলোচনা চলমান থাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়বে না এবং দেশের গণতন্ত্র সুরক্ষিত থাকবে।