প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১২:৪
আজ ৫ আগস্ট, ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। এই দিনে ছাত্র-জনতার রক্তঝরা বিপ্লবের স্মরণে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এক বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র্যালিটি রাজধানীর গণভবনের দিকে অগ্রসর হয়। এতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জানান, “এই দিনটি আজাদের দিন, মুক্তির দিন। তাই আমরা সাইকেল র্যালি ও কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করছি এবং নতুন প্রজন্মকে সেই চেতনার সঙ্গে যুক্ত করছি।”
তিনি বলেন, “গত বছর আমরা যেভাবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম, তাতে ফিলিস্তিনের পতাকাও বাংলাদেশের পতাকার পাশে উড়েছিল। এবারও সেই আবেগ ও সংহতি পুনরুজ্জীবিত করতে চাই।”
শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনদিনব্যাপী কর্মসূচিতে থাকবে ‘জুলাই বিপ্লব’ ভিত্তিক চিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি, বিপ্লবের গান ও কবিতা পাঠ, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অভিজ্ঞতা, নাটক ও মাইম পরিবেশনা এবং প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভা।
সাদিক কায়েম আরও বলেন, “স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু আজও ফিলিস্তিন মুক্ত নয়। আমরা বিশ্বাস করি, শিগগিরই ফিলিস্তিনেও স্বাধীনতার পতাকা উড়বে।”
জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে জাতীয় চেতনায় জাগ্রত করতে এই আয়োজনের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এই কর্মসূচি আগামী দুদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে এবং তা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।