প্রকাশ: ৯ জুন ২০২৫, ১৭:৪৬
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্ররাজনীতি অঙ্গন। রোববার এক সভায় ছাত্রশিবিরকে জড়িয়ে দেওয়া তার বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি এই মন্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেছে।
সোমবার (৯ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই বক্তব্যের প্রতিবাদ জানান। তারা বলেন, রোববার রাকিবুল ইসলাম রাকিবের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ছাত্রশিবিরের দৃষ্টিগোচর হয়। ওই বক্তব্যে তিনি একের পর এক অযাচিত, অসংলগ্ন ও উসকানিমূলক মন্তব্য করেছেন।
বিবৃতিতে বলা হয়, রাকিবের বক্তব্যে বিগত ফ্যাসিস্টদের দমননীতির প্রতিধ্বনি শোনা গেছে। এসব শব্দচয়ন এবং প্রকাশভঙ্গি দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর। তারা বলেন, এই ধরনের বক্তব্য সুস্থ ছাত্ররাজনীতির জন্য মারাত্মক ক্ষতিকর এবং তা অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত।
ছাত্রশিবির নেতারা আরও অভিযোগ করেন, অতীতের ধারাবাহিকতায় ছাত্রদল এখন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, শিক্ষার্থী নির্যাতন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারা বলেন, ছাত্রদলের এসব ব্যর্থতা আড়াল করতেই তারা মিথ্যা ও কাল্পনিক বক্তব্যের আশ্রয় নিচ্ছে।
বিশেষ করে ২০০২ সালের ৮ জুন বুয়েটের মেধাবী ছাত্রী সনি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ছাত্রশিবির জানায়, ওই ঘটনার নতুন করে আলোচনা শুরু হতেই ছাত্রদল মনগড়া বক্তব্য দিয়ে ইস্যু আড়াল করতে চাইছে। তারা মনে করেন, রাজনৈতিক সচেতন জনগণ এই বিভ্রান্তিমূলক প্রচারে বিভ্রান্ত হবেন না।
ছাত্রশিবির দাবি করে, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ভূমিকা রেখে এসেছে এবং ছাত্রসমাজের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাম্প্রতিক ঈদুল আজহা উপলক্ষে গৃহীত মানবিক কার্যক্রম তারই উদাহরণ বলে দাবি করে সংগঠনটি।
শেষে তারা বলেন, ছাত্রদল যদি তাদের ভুল পথ থেকে ফিরে না আসে, তবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো তারাও ছাত্রসমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই সঙ্গে ছাত্রদল সভাপতির বক্তব্য প্রত্যাহার এবং সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান শিবির নেতারা।